Bangladesh

আজ খালেদা জিয়ার রায়, দেশজুড়ে কঠোর নিরাপত্তা

আজ খালেদা জিয়ার রায়, দেশজুড়ে কঠোর নিরাপত্তা

| | 07 Feb 2018, 07:43 pm
ঢাকা, ফেব্রুয়ারি ৮ঃ আজকে দেশের এক আদালত বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় দেবে।

এই রায়কে কেন্দ্র করে দেশজুড়ে  উত্তেজনা পারদ চড়েছে।

 

দেশজুড়ে রায়কে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদালতে মামলার রায়কে ঘিরে ওনার দল বিএনপি ‘নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে সরঞ্জাম জমা’ করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশজুড়ে নিরাপত্তা বাহিনীকে কঠোর অবস্থানে থাকতে নির্দেশ দিয়েছেন।

 

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে  আজ জিয়ার পরে সংবাদ সম্মেলনে ডাক দিয়ে কাদের এই কথাগুলি বলেছেন।

 

বুধবার বিকেলে রায়কে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলনে আসেন জিয়া।

 

পুলিশ এই রায়কে ঘিরে আগেই দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে।

 

অন্যদিকে, ঢাকাসহ দেশে বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

নাশকতা এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

কাদের এই পরিস্থিতি সৃষ্টির জন্য বিএনপির দিকে আঙ্গুল তুলে বলেনঃ “মামলা হচ্ছে আদালতের বিষয়, আদালতের অঙ্গন থেকে মামলা কেন রাজনীতির মাঠে চলে এল? সেটা তো আগে কখনও আসেনি।"

 

“এবারই প্রথম রায় নেতিবাচক হলে বিএনপি রায় মেনে নেবে না। তারা বলছে, প্রধানমন্ত্রী নাকি রায় লিখে দিয়েছেন, এসব কথা কি আদালত অবমাননার শামিল নয়?," উনি বলেন।

 

অন্যদিকে, জিয়া ওনাকে নিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়তে উনি ন্যায়বিচার পাবেন না বলেই সংশয় প্রকাশ করেছেন।

 

জিয়া ইঙ্গিত ও শেখ হাসিনাকে হামলা করে বলেন যে প্রধানমন্ত্রী ও ওনার সরকার আগেই এই মামলার রায় ঠিক করে ফেলেছে।

 

সাংবাদিক সম্মেলনে এসে উনি বলেনঃ "আদালত রায় দেওয়ার বহু আগেই শাসক মহল চিৎকার করে বলে বেড়াচ্ছে, ‘আমার জেল হবে’। যেন বিচারক নয়, শাসক মহলই রায় ঠিক করছে।”

 

জিয়া বলেন উনি দুর্নীতি করেনি।

 

সঠিকভাবে রায় দেওয়া হলে উনি  বেকসুর খালাস পাবেন বলেও জানান।

 

"আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। কোনো দুর্নীতি আমি করিনি," জিয়া বলেন।

 

উনি আরও বলেনঃ "ন্যায়বিচার হলে আমার কিছু হবে না, আমি বেকসুর খালাস পাব। আর যদি শাসক মহলকে তুষ্ট করার জন্য অন্য কোনো রায় হয়, তাহলে তা কলঙ্কের প্রতীক হয়ে থাকবে।”

 

উনি বলেন যে ওনার সন্দেহ যে আসন্ন সাধারণ নির্বাচন থেকে ওনাকে দূরে রাখতেই এই মামলার রায় 'সাজানো' হয়েছে।

 

"আমাকে রাজনীতি ও নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে আদালতকে ব্যবহার করা হচ্ছে," উনি বলেন।

 

হাসিনা বলেন উনি সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত।

 

"আমি মাথা নত করব না," জিয়া বলেন।

 

ঢাকার আদালত আগামীকাল  জিয়া এতিমখানা ‍দুর্নীতির মামলায় নিজেদের রায় দেবে।

 

জিয়া হলেন এই মামলায় প্রধান আসামি।

 

এই রায়ের দিন ঠিক হওয়ার পরে,  জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের  প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার।