Bangladesh

গ্যাসের জন্য অটোরিকশাকে ২ ঘণ্টা বরাদ্দ করল সরকার

গ্যাসের জন্য অটোরিকশাকে ২ ঘণ্টা বরাদ্দ করল সরকার

| | 06 Aug 2015, 12:16 pm
ঢাকা, আগস্ট ৬- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার জানিয়েছেন যে ভোর ৬টা থেকে সকাল ৮টার মধ্যে চালকরা মহাসড়কে সিএনজি স্টেশনগুলি থেকে গ্যাস নিতে পারবেন।

উনি বলেন যে সিএনজি সংগ্রহের সময় অটোরিকশায় যাত্রী থাকতে পারবে না।


কাদের বুধবার বলেছেন যে মহাসড়কে অটোরিকশা চলাচলে দেওয়া নিষেধাজ্ঞার বিষয়টিতে আপস করা হবে না।


উনি বলেনঃ "হাইওয়েতে এই মুহূর্তে অটোরিকশা চলবে না।"

 

 

তবে উনি আরও বলেন যে ভবিষ্যৎএ মহাসড়ক চার লেনে উন্নীত করলে তখন ছোট যানবাহনের জন্য আলাদা রাস্তা করা হবে।

 

 

কাদের বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে বড় রাস্তাগুলোর পাশে একটা লেনের জায়গা রাখার নির্দেশ দিয়েছেন।

 

 

"ভবিষ্যতে আমরা যে রাস্তাগুলো করব, সেখানে বাইলেন থাকবে," উনি বলেন।

 

 

এই মাসের ১ তারিখ থেকে দেশের সরকারের নির্দেশে মহাসড়কে সকল ধীরগতির ও তিনচাকার যান চলাচল বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।

 

 

একটি অনুষ্ঠানে মন্ত্রী এই কথাগুলি বলেছেন।