Bangladesh

বাংলাদেশের পরিবেশ বিনিয়োগের জন্য আরও অনুকূল করতে আহ্বান জানালেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং

বাংলাদেশের পরিবেশ বিনিয়োগের জন্য আরও অনুকূল করতে আহ্বান জানালেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং

| | 06 Mar 2018, 06:20 am
ঢাকা, মার্চ ৬ঃ বাংলাদেশের পরিবেশ বিনিয়োগের জন্য আরও অনুকূল করতে আজ আহ্বান জানিয়েছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং।

উনি এই মুহূর্তে বাংলাদেশ সফরে আছেন।

 

ঢাকার একটি হোটেলে ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরামের এক অনুষ্ঠানে ভিয়েতনামের নেতা নিজের বক্তব্য রাখার সময় এই আহ্বান করেন।

 

উনি বলেনঃ "বাংলাদেশের বিদ্যুৎ-গ্যাস, টেলিকম, কৃষিপণ্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, অবকাঠামো ও  তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী ভিয়েতনাম। বাংলাদেশে বিনিয়োগের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করার আহ্বান জানাই আমি।”

 

উনি বলেন এশিয়ান এই দুই দেশের মধ্যে বানিজ্য সম্প্রসারণের অনেক সুযোগ রয়েছে।

 

উনি বলেনঃ " চলতি বছরই দুই দেশের বাণিজ্য এক বিলিয়ন ডলার এবং ২০২০ সালের মধ্যে দুই বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আমি মনে করি।”

 

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বানিজ্য সম্প্রসারণের জন্য প্রেসিডেন্ট দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আরও কাজ করতে আহ্বান করেন।

 

রোববার প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসেন।

 

এই দেশে উনি তিন দিনের এই সফরে এসেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের আমন্ত্রণে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে উনি সাক্ষাৎ করেছেন।