Bangladesh

সাউথ এশিয়া স্যাটেলাইটঃ ভারতের পাশে হাসিনা

সাউথ এশিয়া স্যাটেলাইটঃ ভারতের পাশে হাসিনা

| | 09 May 2017, 11:04 am
ঢাকা, মে ৮ঃ একটি ভালো প্রকল্পের পাশে সব সময় থাকে বাংলাদেশ।

সেই ভালো প্রকল্প কে করছে সেতা বিষয় নয়। এই প্রকল্পের দ্বারা কতটা দেশেরমানুষ উপকৃত হবেন সেতাই আসল দেখার বিষয় এই সরকারের কাছে।

 

সেইরকম এই প্রকল্প কিছুদিন আগে নিলেন ভারত সরকার।

 

আর বাংলাদেশ সমর্থন জানিয়েছেন।

 

ভারত মে ৫ তারিখে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপে সাউথ এশিয়া স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করেন।

 

সাউথ এশিয়ার দেশগুলিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্যাটেলাইটেটি 'উপহার' হিসেবে দিলেন।

 


এই স্যাটেলাইটের দ্বারা বিভিন্ন ক্ষেত্রে অগ্রসর হবেন বলে আশা জানিয়েছেন এই দেশগুলির নেতারা।


বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই স্যাটেলাইট উৎক্ষেপণে অংশীদার হিসেবে আছেন। জদিও উদ্যোগটি নিয়েছিলেন ভারত।


এই জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইটটি ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে আজ বিকেলে।

 


এই সফল উৎক্ষেপণের পরে,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানী, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের আবদুল্লা ইয়ামিন, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা শ্রীসেনা ভিডিও কনফ্রেন্সে ভারতের প্রধানমন্ত্রীর  সাথে যুক্ত হন।

 


এই পদক্ষেপের বিষয় বলতে গিয়ে মোদী বলেনঃ " মহাকাশে এই সাত দেশের সহযোগিতার ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করবে।”

 

হাসিনা নিজের বক্তব্যে ভারতের সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

 

উনি বলেন এই পদক্ষেপঃ "দক্ষিণ এশিয়ার জনগণের জীবনমানের উন্নয়ন করবে।”


কিছুদিন আগে ভারত সফরেও এসেছিলেন হাসিনা।


পাশের দেশের নিজের প্রথম দ্বিপাক্ষিক সফর শেষে ফিরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মাসে ফিরে বলেছেন বেশ 'তৃপ্তির' ছিল চার দিনের ভারত যাত্রা।

 

শুধু বৈঠক আর  চুক্তি-সমঝোতার মধ্যে সীমাবদ্ধ ছিল না এই সফর।

 

সাধারণ নিয়মের থেকে কিছুটা বাইরে গিয়ে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বিমানবন্দরে গিয়ে হাসিনাকে স্বাগত জানিয়েছিলেন।

 

এর পাশাপাশি, ভারতের রাষ্ট্রপতির সরকারি বাড়িতে উনি আতিথ্য নিয়েছিলেন।

 

এই দুই বিষয়, খানিকটা হলেও বুঝিয়েছে যে ভারতের কাছে হাসিনা ও এই দেশ কতটা গুরুত্বপূর্ণ।

 

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ও  বাংলাদেশের সম্পর্ক আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনাকে প্রশংসা করেছেন।

 

হাসিনা ওনার সাথে আজ সাক্ষাৎ করেন।

 

দুই দেশের মধ্যে এই সফরের সময় চুক্তি-সমঝোতা স্মারকসহ ৩৬টি দলিল সই হয়েছে।

 

প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক তিনটি সমঝোতা স্মারকও এই বৈঠকের সই করা হয়েছে।

 

প্রসঙ্গত, এই সফরে বাংলাদেশ একেবারে খালি হাতে ফেরেনি। মোদী হাসিনার সাথে বৈঠকের শেষে বাংলাদেশের জন্য ৫০০ কোটি ডলারের ঋণ সহায়তা্র ঘোষণা করেন।

 

হাসিনা  ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশের মাটিতে বিনিয়োগ করবার জন্য আহ্বান জানিয়েছেন।

 

হাসিনা বলেনঃ"আমি আপনাদের প্রতি আহ্বান জানাই, বিনিয়োগ নিয়ে বাংলাদেশে লাগান।”

 


বাংলাদেশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে, হাসিনা বলেন ভারতের কাছে উনি বন্ধুত্ব পেয়েছেন।

 

"আমি তো কিছু চাইতে যাইনি, বন্ধুত্ব চাইতে গিয়েছিলাম, বন্ধুত্ব পেয়েছি," হাসিনা বলেন।