Bangladesh

Ziaur Rahman was a deadly murderer: Shahjahan Khan in Parliament

Ziaur Rahman was a deadly murderer: Shahjahan Khan in Parliament

Bangladesh Live News | @banglalivenews | 27 Jun 2019, 10:27 am
ঢাকা, জুন ২৭ : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ভয়ঙ্কর হত্যাকারী আখ্যায়িত করে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, যদি প্রশ্ন করা হয়, বাংলাদেশের ভয়ঙ্কর খুনী কে? জবাব জেনারেল জিয়াউর রহমান। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতায় এসে তিনি কয়েক হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেন। আমার কাছে তার এসব অপকর্মের অনেক তথ্য আছে। বুধবার বিকেলে সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘১৯৭৫ সালের নভেম্বর থেকে ১৯৮১ সালের ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগ ও জাসদের ১ হাজার ৫০০ নেতাকর্মীকে হত্যা করা হয়। ১৯৭৬ সালের জানুয়ারি মাসে ৬২ হাজার নেতাকর্মীকে কারাগারে বন্দি করেন জিয়াউর রহমান। ১৯৮০ সালে রাজশাহীতে ৫০ জন জেলবন্দিকে গুলি করে হত্যা করেছেন। জিয়ার শাসন আমলে অনেক রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা, গুম ও গাছের সঙ্গে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

 

তিনি বলেন, ‘জিয়ার পদাঙ্ক অনুসরণ করে খালেদা জিয়াও ১৯৯১ সালে শ্রমিক আন্দোলন দমন করার নামে ১৭ জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিলেন এবং সারের জন্য আন্দোলন করায় ১৮ জন কৃষককে হত্যা করেছিলেন। ২০০১ সালে ক্ষমতায় এসে শ্রমিকদের গুলি করে হত্যা করেন। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে ও ক্ষমতার বাইরে থাকতেও মানুষ হত্যা করেছেন। আগুন, পেট্রলবোমার কথা মানুষ ভুলে যায়নি।’

 

বাজেটে পরিবহন খাতে আরোপিত কর হ্রাস করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘এ খাতে ভ্যাট ট্যাক্স বৃদ্ধি করলে মূলত সেটা জনগণের ওপর বর্তাবে। বর্তমানে ঋণের সুদ হারের কারণে উৎপাদনশীল কোনো শিল্প গড়ে ওঠেনি। বিদেশ থেকে আমদানি করতে হয়। রেগুলেটরি ডিউটি ৩ থেকে ৫ শতাংশ করা হলে ভোক্তা পর্যায়ে চাপ পড়বে। টায়ারসহ যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি পাবে।’

 

মুক্তিযোদ্ধাদের ভাতা ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার করার প্রস্তাব করে শাজাহান খান বলেন, ‘শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের উন্নয়নে অনেক কাজ করছে। বর্তমানে ১০ হাজার করে ভাতা দেয়া হচ্ছে। এই ভাতা ২০ হাজার করা দরকার।’ নতুন আরেকটি বোনাস চালুরও প্রস্তাব করেন তিনি।