Bangladesh

বাংলাদেশ- চীনের সম্পর্ক আরও দৃঢ় করতে জোড় দিলেন ইনু

বাংলাদেশ- চীনের সম্পর্ক আরও দৃঢ় করতে জোড় দিলেন ইনু

| | 07 Nov 2017, 09:25 am
ঢাকা, নভেম্বর ৭ঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মঙ্গলবার বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবার জন্য পদক্ষেপ নিতে জোড় দিয়েছেন।

উনি বলেন যে এই দুই দেশের মধ্যে ‘ত্রিমাত্রিক সম্পর্ক’ বিরাজমান।


রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘চীনা ও বাংলাদেশিদের ক্যামেরায় সুন্দর মুহূর্ত: আলোকচিত্র প্রদর্শনী ও চীনা চলচ্চিত্র সপ্তাহ’ এর উদ্বোধনী আসরে নিজের বক্তব্য রাখার সময় মন্ত্রী এই মন্তব্যগুলি করেছেন।

 

“চীন ও বাংলাদেশের মানুষে মানুষে সম্পর্ক হাজার বছরের পুরনো," ইনু বলেন।

 

"দুই দেশের রাষ্ট্র ও সরকারের মধ্যেও সম্পর্কের সেতু বন্ধন রচিত হয়েছে। তাই বলা যায় দুই দেশের মধ্যে সম্পর্ক এখন ত্রিমাত্রিক," মন্ত্রী বলেন।

 

ইনু আসা প্রকাশ করেন যে আলোকচিত্র প্রদর্শনী দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করবে।

 

“ছবি সবসময় সঠিক কথা বলে। ইতিহাসকে সঠিকভাবে চিত্রায়িত করে, এতে লুকোছাপার কিছু নেই। এই আলোকচিত্র প্রদর্শনী দুদেশের জীবনযাত্রার কথা তুলে ধরে দুই দেশের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে দেবে," মন্ত্রী বলেন।