Bangladesh

"Criticism is part of democracy"

Bangladesh Live News | @banglalivenews | 26 Jul 2018, 11:33 am
ঢাকা, জুলাই ২৬ঃ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করার বিষয় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন যে সমালোচনা বিষয়টি হল গণতন্ত্রের সৌন্দর্য।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন  বার্নিকাট।

 

এই সাক্ষাৎ এর শেষে, বার্নিকাট  সাংবাদিকদের সাথে কথা বলেন।

 

সরকার ও আওয়ামী লীগ  বার্নিকাটের মন্তব্যের সমালোচনা করেছিল।

 

সেই বিষয় আজ উনি সাংবাদিকদের বলেনঃ "সমালোচনাই গণতন্ত্রের সৌন্দর্য। সমালোচনা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ও স্বাধীনভাবে মত প্রকাশে সাহায্য করে।"

 

উনি বলেন ভোট নিয়ে ওনার মন্তব্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই দেওয়া ছিল।

 

"গাজীপুরের সিটি নির্বাচন নিয়ে দেওয়া বক্তব্য তাঁর ব্যক্তিগত মত নয়," উনি বলেন।

 

তবে, উনি নিজের বক্তব্যে আজ আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশের মাটিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন পরিচালনার অনেক উদাহরণ আছে বলে উনি মন্তব্য করেন।

 

Image: US Embassy Dhaka