Bangladesh

Bangladesh court defers Khaleda Zia

Bangladesh court defers Khaleda Zia

Bangladesh Live News | @banglalivenews | 08 May 2018, 08:27 am
ঢাকা, মে ৮ঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
আজকের মত শুনানি শেষ হলেও কাল আবার তা হবে।


আজকের শুনানি শুরু হয়  সকাল ৯টা ৩৫ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চে।


দুদক আইনজীবী খুরশিদ আলম এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আজকে শুনানির শুরুতে নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন।


খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী জামিন বহাল রাখার ব্যাপারে পরে নিজের যুক্তি উপস্থাপন করেন।


আদালত আজকের মত এই বিষয় শুনানি  বেলা সোয়া একটার দিকে মুলতুবি করেন।


কিছুদিন আগে কারাবন্দি বেগম খালেদা জিয়া বলেছেন, তিনি খুবই অসুস্থ, এটা যেন আদালতকে বলা হয়।


তার জামিন শুনানির বিষয়ে আইনজীবীদের এই পরামর্শ  দেন তিনি।

 
শনিবার বিকালে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারে খালেদার সঙ্গে দেখা করে এসে এ কথা জানান তার আইনজীবীরা।
 

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে এই কারাগারেই আছেন বিএনপি প্রধান।

মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর মামলার নথি নিম্ন আদালত থেকে এনে তা দেখে গত ১২ মার্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেয় হাই কোর্টের একটি বেঞ্চ। 

দুদক ও রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গেলে সর্বোচ্চ আদালত গত ১৪ মার্চ জামিন স্থগিত করে নিয়মিত লিভ টু আপিল করতে বলে।
 

এরপর ১৯ মার্চ দুদক ও রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দিয়ে আপিল বিভাগ খালেদার জামিন আগামী ৮ মে পর্যন্ত স্থগিত করে।
 

জামিন প্রশ্নে আপিল শুনানির জন্য রাষ্ট্রপক্ষ ও দুদককে দুই সপ্তাহের মধ্যে জমা দিতে আর আসামিপক্ষকে পরের দুই সপ্তাহের মধ্যে সার সংক্ষেপ দিতে বলা হয়।