Bangladesh

Bangladesh fire leaves 69 killed

Bangladesh fire leaves 69 killed

Bangladesh Live News | @banglalivenews | 20 Feb 2019, 09:15 pm
ঢাকা, ফেব্রুয়ারি ২১ঃ পুরান ঢাকার চকবাজারে চার তলা একটি বাড়িসহ কয়েকটি ভবনে ভয়াবহ আগুন লাগার ফলে বৃহস্পতিবার ৬৯ ব্যাক্তি প্রান হারিয়েছেন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রথমবার এই আগুন লাগে।

 

অগ্নি নির্বাপক বাহিনীর ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ও আগুন নেভানোর চেস্তা শুরু করে।

 

তবে, এখন পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো যায়নি।

 

সকালের দিকে হেলিকপ্টারে করে উপর থেকে পানি ছিটানোর পদক্ষেপ নেওয়ার পরে আগুনের তেজ কিছুটা হলেও কমে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) এ কে এম শাকিল নেওয়াজ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন যে এখনও ভবনের ভেত্রে আগুন জ্বলছে।

 

রাসায়নিকসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় পুরোপুরি আগুন নেভাতে সময় লাগবে,উনি বলেন।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বহু মানুষ এই ঘটনায় আহত হওয়ার ফলে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন যে আগুন সম্পূর্ণভাবে নেভানর পরেই কতজন নিহত হয়েছেন সেই সংখ্যা সঠিকভাবে জানা যাবে।

 

আগুন লাগার সময় ঘটনাস্থলে থাকা এক ব্যাক্তি বলেন যে সেই মুহূর্তে ভাবনের সামনে অবস্থিত বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণ ঘটে।
সামনে অবস্থিত বেশ কিছু গাড়িতেও আগুন লাগে।

 

কিভাবে এই আগুন লাগে তা জানা যায়নি।

 

ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানিয়েছেন এই বিষয় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।