Bangladesh

Bangladesh Polls: 56 foreign journalists, 188 observers to be present on election day

Bangladesh Polls: 56 foreign journalists, 188 observers to be present on election day

Bangladesh Live News | @banglalivenews | 29 Dec 2018, 04:03 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ২৯: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিউজ কাভারেজের জন্য আসছেন বিশ্বের বিভিন্ন দেশের ৫৬ জন সাংবাদিক।

এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন নয়টি আন্তর্জাতিক সংস্থা ও ১২টি বিদেশি মিশনের ১৮৮ জন বিদেশি পর্যবেক্ষক। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


মন্ত্রণালয় জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব সংস্থার পর্যবেক্ষক থাকবে সেগুলো হলো- ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, ওআইসি, ফোরাম অব ইলেকশন কমিশন ম্যানেজমেন্ট অব সাউথ এশিয়া (ফেমবোসা), ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই), ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস), ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, দিপেন্দ্র কান্ডাল ইনেশিয়েটিভ ও সার্ক  হিউম্যান রাইটস ফাউন্ডেশন।


এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, গ্রিস, আয়ারল্যান্ড, জাপান, ফ্রান্স, জার্মানি, কানাডা, সুইজারল্যান্ড, ডেনমার্ক মিশনের প্রতিনিধিরা পর্যবেক্ষণের জন্য অ্যাক্রিডেটশন করেছেন।
বিভিন্ন দেশ থেকেও প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণে আসছেন। এসব দেশের মধ্যে রয়েছে- অস্ট্রেলিয়া, ভুটান, কানাডা, ভারত, যুক্তরাষ্ট্র, সামোয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, নাইজেরিয়া, নেপাল, ফিলিস্তিন, শ্রীলঙ্কা, ফিলিপাইন প্রভৃতি।


নির্বাচন পর্যবেক্ষণ ও কাভার করতে আসা বিশ্বের বিভিন্ন দেশের ৫৬ সাংবাদিকদের মধ্যে অনেকেই ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন। এছাড়া ১১৮টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার ২৫ হাজারেরও বেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।


আগামীকাল রবিবার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।