Bangladesh

Bangladesh receiving more 500 megawatt electricity from India

Bangladesh receiving more 500 megawatt electricity from India

Bangladesh Live News | @banglalivenews | 10 Sep 2018, 08:06 am
ঢাকা, সেপ্টেম্বর ১০ঃ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে ভারত আজ থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশের জাতীয় গ্রিডে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে শুরু করেছে।

এই বিদ্যুৎ বাংলাদেশের মাটিতে সরবরাহ হচ্ছে পশ্চিমবঙ্গের বহরমপুর গ্রিড থেকে কুষ্টিয়ার ভেড়ামারার আন্তঃবিদ্যুৎ সংযোগ গ্রিডের মাধ্যমে।

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকার গণভবন থেকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঐতিহাসিক পদক্ষেপের উদ্বোধন করা হয়।

 

বাংলাদেশ ভারত থেকে বর্তমানে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে।

 

তবে, নতুন এই পদক্ষেপ রূপান্তরিত হওয়ার ফলে ভারতের থেকে বাংলাদেশ এখন ১ হাজার ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে।

 

এছাড়া আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেললাইন প্রকল্পের বাংলাদেশ অংশ এবং মৌলবীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে আজকের এই বিশেষ অনুষ্ঠানে।

 

পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও কলকাতা ও আগরতলা থেকে এ ভিডিও কনফারেন্সে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।