Bangladesh

Bangladesh: Terror network broken
Amirul Momenin

Bangladesh: Terror network broken

Bangladesh Live News | @banglalivenews | 02 Jul 2020, 04:55 am
ঢাকা, জুলাই ২ : দেশে জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙ্গে গেছে, চোখে পড়ার মতো তৎপরতা তাদের নেই। বর্তমানে জঙ্গিবাদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এ কথা জানান। তিনি বলেন, ‘জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সারাবিশ্ব জঙ্গিবাদ মোকাবিলায় কাজ করছে। আমরাও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চেষ্টা চালিয়ে জঙ্গিবাদ দমন করতে সক্ষম হয়েছি’।


হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলার চার বছর পূর্তিতে বুধবার রাজধানীর গুলশানে এ রোস্তরায় এসে নিহতদের স্মরনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, ‘হলি আর্টিজান হামলার আগ থেকেই র‌্যাব দেশের জঙ্গিবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। এখন পর্যন্ত আমরা দুই হাজারেরও অধিক জঙ্গি সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

এ ঘটনার পর আমরা বিভিন্ন অভিযান চালিয়ে এক হাজারেরও অধিক জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছি। এখনও অভিযান অব্যাহত রয়েছে।


হলি আর্টিজান হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটির রায়ও হয়েছে। দ্রুত এ রায় কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


২০১৬ সালের এ দিনে পাঁচ অস্ত্রধারী জঙ্গি রাজধানীর গুলশানস্থ হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালিয়ে ১৭ জন বিদেশিসহ ২২ জনকে হত্যা করে। এদের মধ্যে ছিলেন ২ জন পুলিশ কর্মকর্তা, তিনজন বাংলাদেশী, সাতজন জাপানি, নয়জন ইতালিয়ান এবং একজন ভারতীয় নাগরিক।