Bangladesh

Bangladesh to build Buddhist monastery in Nepal
Amirul Momenin

Bangladesh to build Buddhist monastery in Nepal

Bangladesh Live News | @banglalivenews | 28 Jul 2020, 12:05 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুলাই ২৮ : বাংলাদেশের অর্থায়নে নেপালেেেবৗদ্ধবিহার নির্মাণের লক্ষ্যে নেপালের লুম্বিনীর ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরের জন্য প্রস্তাবিত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটি ধর্ম মন্ত্রণালয় থেকে আমাদের কাছে এসেছে। লুম্বিনীতে বৌদ্ধ বিহার নির্মাণ করা হবে। এটি গৌতম বুদ্ধের স্মৃতিবিজড়িত এলাকা। এই স্থানের সাথে বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে একটা যোগসূত্র আছে। সেখানে একটা আশ্রম বা প্যাভিলিয়ন নির্মাণের জন্য বাংলাদেশ থেকে আবেদন করার পর তারা একটা প্লট দিয়েছে। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এটা প্রসেস হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বৈধ আশ্রম নির্মাণ, প্যাভিলিওনের খরচ বহন করতে হবে এই শর্তে দেয়া হয়েছে। এজন্য মোট ৫১ কোটি ২০ লাখ ৬০ হাজার ৫২৭ টাকার প্রয়োজন হবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লুম্বিনী ডেভলপমেন্ট ট্রাস্ট ডিজাইনসহ সব কার্যক্রমে রাজি হয়েছে এবং অনুমোদন দেয়।’