Bangladesh

Bangladesh: Winter Session to begin from Jan 9

Bangladesh: Winter Session to begin from Jan 9

Bangladesh Live News | @banglalivenews | 25 Dec 2019, 07:34 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ২৫ : জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন ৯ জানুয়ারি শুরু হবে। ওইদিন বিকেল ৪টায় সংসদ অধিবেশন বসবে। এটা হবে নতুন বছরের প্রথম ও শীতকালীন অধিবেশন। সংসদের গণসংযোগ অধিশাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ সংবিধানের ৭১ অনুচ্ছেদের ক্ষমতা বলে মঙ্গলবার এই অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশন কত দিন চলবে তা কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারিত হবে। অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে সংসদ ভবনে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।


সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখবেন।

ইতোমধ্যেই রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। রাষ্ট্রপতির ভাষণের পর তার ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হয়।

এজন্য বছরের প্রথম অধিবেশনের মেয়াদ সাধারণত দীর্ঘ হয়ে থাকে। এটি হবে একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন।