Bangladesh

BNP workers protest over demand to release Zia

BNP workers protest over demand to release Zia

Bangladesh Live News | @banglalivenews | 01 Nov 2018, 01:27 am
ঢাকা, নভেম্বর ১ঃ দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়ার সাজা বাতিল ও তার মুক্তির দাবিতে আজ থেকে ঢাকায় বিএনপির নেতা-কর্মীরা অনশনে বসেছে।

ঢাকার মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে এই মানুষেরা অনশনে বসেছে।


বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই দলের নেতারা অনশনে বসবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বহু নেতা এই প্রতীকী অশনে বসেছে। 

 

বিএনপি নেতা-কর্মীরা গতকাল শহরে মানববন্ধন কর্মসূচি পালন করে।

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নিম্ন আদালতে দেওয়া ৫ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেছেন হাইকোর্ট।

 

দুর্নীতি দমন কমিশনের রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩০ অক্টোবর) হাইকোর্ট এই রায় দিয়েছেন।

 

এর আগে সোমবার (২৯ অক্টোবর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদ-াদেশ দিয়েছেন নিম্ন আদালত। ফলে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাভোগ করা খালেদা জিয়াকে দুই মামলায় মোট কত বছর কারাভোগ করতে হবে, একইসঙ্গে নাকি পৃথকভাবে এসব সাজা কার্যকর হবে তা নিয়ে সচেতনমহলে কৌতুহল দেখা দিয়েছে। তিনি কি ১৭ বছর সাজা খাটবেন নাকি দুই মামলা মিলিয়ে সাজার মেয়াদ ১০ বছর হবে, এসব সাজা রদ করার কোনও সুযোগ আছে কিনা তা জানতে চেয়ে প্রশ্ন করছেন অনেকেই।


এসব প্রশ্নের উত্তরে আইনি ব্যাখ্যা দিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আপিল বিভাগে এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্ট ও পরে আপিল বিভাগে এখনও আবেদন করার সুযোগ বয়েছে খালেদা জিয়ার। সেখানে কী সিদ্ধান্ত দেবেন আদালত সেটা সময় হলেই জানা যাবে। তবে বর্তমানে রায় দুটি যেভাবে আছে তাতে আইনের বই ঘেঁটে তাদের উত্তর, একই ঘটনায় ভিন্ন অপরাধে দায়ের করা দুটি পৃথক মামলায় একই ব্যক্তির সাজা হলে সেক্ষেত্রে মামলা দুটির সাজা একইসঙ্গে নাকি পৃথকভাবে কার্যকর হবে সে সিদ্ধান্ত দেন সংশ্লিষ্ট আদালত। কিন্তু, ভিন্ন ঘটনায় একই ব্যক্তির নামে পৃথক মামলা হলে তার সাজাও কার্যকর হবে পৃথকভাবে। কারণ, প্রতিটি রায়ই স্বতন্ত্র।

সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী আইনি ব্যাখ্যা দিয়েছেন, ‘একই মামলায় বিভিন্ন অপরাধে ভিন্ন ভিন্ন সাজা দেওয়া হলে সেক্ষেত্রে রায়ে লেখা থাকে সাজাগুলো একসঙ্গে চলবে নাকি একটি সাজা শেষ হলে আরেকটি সাজা শুরু হবে। তবে এখানে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুটি ভিন্ন মামলা। তাই এসব মামলার একটিতে সাজা খাটার পর আরেকটি মামলায় খালেদা জিয়াকে আলাদাভাবে সাজা খাটতে হবে।’


অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও জানিয়েছেন একই তথ্য। তিনি বলেন, মামলা দুইটি ভিন্ন হওয়ায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের সাজা শেষে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে আলাদাভাবে ৭ বছরের সাজা খাটতে হবে।