Bangladesh

BSF-BGB do not want human rights violence at border

BSF-BGB do not want human rights violence at border

Bangladesh Live News | @banglalivenews | 26 Apr 2018, 07:57 am
ঢাকা, ২৬ এপ্রিল ২০১৮ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)’র মহাপরিচালক পর্যায়ের বৈঠক বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয়।
 পিলখানার বিজিবি সদর দফরে অনুষ্ঠিত এ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বলা হয়, তারা সীমান্তে কোনও মানবাধিকার লঙ্ঘন চান না। সেই সঙ্গে সীমান্ত হত্যা বন্ধে উভয় দেশের সীমান্তরক্ষীরা নন লিথ্যাল উইপন ব্যবহার করতেও সম্মত হয়েছে। বৈঠক এই তথ্য জানানো হয়।
 
বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেন, ‘সীমান্তে প্রাণঘাতী কোনও অস্ত্রের ব্যবহার নয়, আমরা উভয় দেশ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছেছি। এ কারণে সীমান্ত হত্যা অনেকাংশে কমে এসেছে। সীমান্তে কোনও প্রকার প্রাণনাশ গ্রহণযোগ্য নয়। একারণে বিএসএফ নন লিথ্যাল উইপন ব্যবহার করছে। তবে, নন লিথ্যাল উইপন ব্যবহার করায় বিএসএফ সদস্যরা অপরাধীদের আক্রমণেরও শিকার হচ্ছেন।’
 
বিএসএফ মহাপরিচালক (ডিজি) কে কে শর্মা বলেন, ‘সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে আমরা কাজ করছি। সাধারণত মধ্য রাতে সীমান্তে ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ হয়। আমরা এগুলো নজরে আনছি। এদিকে সীমান্ত হত্যা বন্ধে নন লিথ্যাল উইপন ব্যবহার করছি। এতে অপরাধীরা আমাদের ওপর আক্রমণ করে। তবুও আমরা নন লিথ্যাল উইপন ব্যবহার করছি। সীমান্তে মানবাধিকার লঙ্ঘন হোক, এটা আমরা চাই না।