Bangladesh

BSF-BGB shares strong ties: Indian envoy

BSF-BGB shares strong ties: Indian envoy

Bangladesh Live News | @banglalivenews | 14 Feb 2020, 08:22 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ফেব্রুয়ারি ১৪ : সীমান্ত হত্যা বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ের একটি প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় আখাউড়া-আগরতলা রেলপথের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস।

সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয়ে জানতে চাইলে রীভা গাঙ্গুলি দাস বলেন, বিএসএফ-বিজিবির মধ্যে খুবই ভালো সম্পর্ক বিদ্যমান। বছরে দুইবার তাদের বৈঠক হয়। ডিসেম্বরেও বিজিবির ডিজি (মহাপরিচালক) গিয়েছিলেন। এটি সমন্বয়ে তাদের একটি প্রক্রিয়া রয়েছে।

রেলপথের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমরা নিয়মিত এটি তদারকি করছি। আশা করছি যথাসময়ে প্রকল্পের কাজ শেষ হবে।

উল্লেখ্য, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৯৮০ কোটি রুপি। আগামী বছরের জুন মাসে আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।