Bangladesh

Fishing starts in Padma-Meghna

Fishing starts in Padma-Meghna

Bangladesh Live News | @banglalivenews | 01 May 2018, 06:38 am
ঢাকা, ১ মে ২০১৮ : মার্চ-এপ্রিল দু’মাস নদীতে মাছ ধরা বন্ধ থাকার পর মঙ্গলবার ভোরেই জেলেরা পদ্মা-মেঘনার চাঁদপুরসহ ৫টি অভয়াশ্রমে মাছ ধরতে নেমেছে।
ইলিশ সম্পদ উন্নয়নে কয়েক বছর ধওে চাঁদপুরসহ দেশের ৫টি অভয়শ্রমের পদ্মা-মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দু’মাস ইলিশসহ সকল মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। তাছাড়া এবারই প্রথম ফেব্রুয়ারি মাস থেকে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ৪০ কেজি করে চাল দেয়া হয়েছে। জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রমে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দু’মাস অভয়াশ্রমের সময় জেলা টাস্ক ফোর্স, কোস্টগার্ড, পুলিশসহ মৎস বিভাগের সহযোগিতায় এবার ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হয়। বিশেষ করে এসব কার্যক্রমের আওতায় বিভিন্ন অভিযান ও মোবাইল কোর্টে ১৫১টি মামলা হয়েছে। আটক করা হয়েছে ১৫১ জন জেলেকে। এসব কার্যক্রমের কারণে এবার জেলেরা জাটকা নিধনে সুবিধা করতে পারেননি। ফলে আগামী বছর ইলিশের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।