Bangladesh

Government buying oil and sugar by keeping Ramadan in mind
Amirul Momenin

Government buying oil and sugar by keeping Ramadan in mind

Bangladesh Live News | @banglalivenews | 20 Feb 2020, 06:54 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ফেব্রুয়ারি ১৯ : রমজান সামনে রেখে ৩০ হাজার টন সয়াবিন তেল ও ২৫ হাজার টন চিনি কিনছে সরকার। বুধবার তেল ও চিনি কেনার জন্য এ প্রস্তাব অনুমোদন দেয় সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্ব করেন। স্থানীয়ভাবে সরাসরি ক্রয়ের মাধ্যমে এ চিনি ও সয়াবিন তেল সংগ্রহ করা হবে বলে জানান অর্থমন্ত্রী।

সভা শেষে অর্থমন্ত্রী বলেন, ‘রমজান মাসে আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো লাগে, সরকারের সিদ্ধান্ত হচ্ছে- যে কোনো উপায়ে আমাদের প্রয়োজন এবং সরবরাহের মাঝে যেন কোনোরকম অসামঞ্জস্য না থাকে। আমাদের সাপ্লাই চেইন যেন শক্তিশালী থাকে।’


তিনি বলেন, ‘মূল সাপ্লাই চেইন হিসেবে সরকারি বিপণন সংস্থা টিসিবিকে ব্যবহার করব। টিসিবির মাধ্যমে জিনিস প্রকিউর করব এবং ডিস্ট্রিবিউট করব। এগুলোর জন্য আমরা খুব লিবারেল ওয়েতে (স্বাধীনভাবে) তাদের বিষয়গুলো বিবেচনায় নেব।’


মুস্তফা কামাল বলেন, ‘আমরা দেশ ও জনগণের স্বার্থে কিছু ছাড় দিতে পারি। কখনও কখনও জরুরি প্রকিউরমেন্ট লাগে, আমরা জরুরি ভিত্তিতে সব নিয়মনীতি নাও মানতে পারি, না মেনেও হয়তো আমাদের সিদ্ধান্ত নিতে হতে পারে। আমাদের কাছে দেশ ও  দেশের মানুষ অবশ্যই অগ্রাধিকার পাবে।’


অর্থমন্ত্রী বলেন, ‘রমজান মাস সামনে। আমরা আশা করব, যে বিপর্যয় এখন সারা বিশ্ব সহ্য করছে আল্লাহর রহমতে সেগুলো সব শেষ হয়ে যাবে। স্বাভাবিক ও সুন্দরভাবে রমজান মাস শেষ করে ঈদের প্রত্যাশায় আমরা আছি।’ তেল ও চিনি কেনার প্রস্তাব অনুমোদনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাছিমা বেগম বলেন, ‘সর্বনিম্ন দরদাতা হিসেবে সিটি সুগার ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ৬১ টাকা ২৫ পয়সা দরে প্রতি কেজি চিনি কেনা হবে। গুদাম পর্যন্ত পৌঁছানোর জন্য এ মূল্য প্রযোজ্য হবে।’


এ বছর এপ্রিলের ২৩ তারিখ থেকে রমজান শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।