Bangladesh

Government trying to tackle Degue trouble: Japa chairman

Government trying to tackle Degue trouble: Japa chairman

Bangladesh Live News | @banglalivenews | 04 Aug 2019, 11:53 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ৫ : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। সরকারের আন্তরিকতার অভাব আছে বলে আমরা মনে করি না।

ডেঙ্গু আক্রান্তের ভয়াবহতা এখন কমে যাচ্ছে। তবে  ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এটা বলা যাবে না। রোববার (৪ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে  ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।


তিনি বলেন,  ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে।  ডেঙ্গু আক্রান্তের ভয়াবহতা এখন কমে যাচ্ছে। তবে  ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এটা বলা যাবে না। সরকারকে এদিকে আরও দৃষ্টি দিতে হবে।  ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়লে এটা হবে উদ্বেগজনক।


জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, সরকার  ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা করেছে, এতে সন্দেহের অবকাশ নেই। এতদিন পর্যন্ত আমরা দেখেছি প্রতিদিনই  ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে, রোগীরা মারা যাচ্ছে। এটা যথেষ্ট উদ্বেগের কারণ ছিল। আমরা চাইব, সরকার  ডেঙ্গু মোকাবিলায় আরও উদ্যোগী হোক।