Bangladesh

Indian soldiers sacrifice in Muktijuddho is a matter of pride

Indian soldiers sacrifice in Muktijuddho is a matter of pride

Bangladesh Live News | @banglalivenews | 21 Sep 2018, 11:13 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, সেপ্টেম্বর ২২ : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা ও ভারতের সেনারা একসঙ্গে যুদ্ধ করেছিল।

স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল। তাদের রক্তের বিনিময়ে এসেছে এ স্বাধীনতা। আর মহান এ মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের আত্মত্যাগ গর্বের বিষয়। শুক্রবার টংগিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের শিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সাধনা দত্ত একাডেমিক ভবন’ উদ্বোধন ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


ডশ্রংলা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও  ইন্দিরা গান্ধী ভারত-বাংলাদেশের সুসম্পর্ক অনেক শক্তিশালী ভিতের ওপর রচনা করেছেন।

 

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সেই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে গেছে।

 

এ দু’দেশের সুসম্পর্ক চিরকাল অটুট থাকবে। অতিতেও সম্পর্ক ভালো ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও সুসম্পর্ক থাকবে।

 

দুঃসময় ও সুসময় ভারত বাংলাদেশের পাশে থাকবে।

 

তিনি বলেন, স্থানীয় ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রসাওে এই ভবনটি খুবই দরকার ছিল। শিক্ষার গুনগত মান বিকাশে এটি ব্যাপক ভূমিকা রাখবে। বিদ্যালয়ের পাশের পদ্মা নদী ও সম্মুখের এ মাঠটি অবিস্মরণীয় হয়ে থাকবে।


অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা আর্থিক উপহার ও বিভিন্ন বই কৃতি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।