Bangladesh

Information Ministry to overview Facebook

Information Ministry to overview Facebook

Bangladesh Live News | @banglalivenews | 14 Sep 2018, 08:22 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, সেপ্টেম্বর ১৪: তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, নির্বাচনের সময় কেউ যাতে গুজব ছড়াতে না পারে সেজন্য ২৪ ঘণ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারি করবে তথ্য মন্ত্রণালয়।

'গুজব শনাক্তকরণ এবং নিরসন কেন্দ্র' নামে সেলটির মাধ্যমে সেপ্টেম্বর থেকে নজরদারি কার্যক্রম শুরু করা হবে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী।


তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘গুজবগুলো আসে রাতে। এবং সেই সময়ে এর কার্যকারিতাও বেড়ে যায়। আমাদের ইচ্ছা, একটি টিম সারা রাতই কাজ করবে। এবং তিন ঘণ্টার মধ্যে আপনাকে জানাবে। আর এ সেলটির নাম হলো- গুজব শনাক্ত ও নিরসর কেন্দ্র। এরই সঙ্গে একটি নাম্বারও দেওয়ার চেষ্টা করতেছি। সেটা প্রয়োজনে সাংবাদিকদের কাছে নাম্বারটি থাকবে।’