Bangladesh

Khaleda Zia arrested in bus attack case

Khaleda Zia arrested in bus attack case

| | 08 Apr 2018, 12:28 pm
নিজস্ব প্রতিনিধি,ঢাকা, এপ্রিল ৮ঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বাসে পেট্রোল বোমা মামলায় কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত।

আগামীকাল মঙ্গলবার (১০ এপ্রিল) তার জামিন আবেদনের শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

 

রোববার কুমিল্লার ৫নং আমলি আদালতের বিচারক ও সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদেশ দেন।


আদালত সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ আদালতে খালেদা জিয়ার হাজিরা পরোয়ানা (প্রোটেকশন ওয়ারেন্ট) প্রত্যাহার ও জামিন আবেদন দাখিল করা হয়েছিল।


উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধের সময় কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি নৈশকোচে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারে।

 

এতে ওই বাসের ৮ যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন।


এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ৬ নেতাকে হুকুমের আসামি করা হয়।

 

৭৭ জন আসামির মধ্যে ৩ জন মারা গেছেন ও ৫ জনকে চার্জশিট (অভিযোগপত্র) থেকে বাদ দেয়া হয়।

 

খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে চার্জশিট দাখিল করা হয়।