Bangladesh

Khaleda Zia sends message ahead of Bangladesh polls

Khaleda Zia sends message ahead of Bangladesh polls

Bangladesh Live News | @banglalivenews | 29 Dec 2018, 06:27 am
ঢাকা, ডিসেম্বর ২৯ঃ নির্বাচনের দিনে, ভোটকেন্দ্র ‘পাহারা দিতে’ বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের আহ্বান জানিয়েছেন দলের নেত্রী খালেদা জিয়া।

এই মুহূর্তে কারাগারে আছেন উনি।

 

সেখান থেকেই উনি এই বার্তা দিয়েছেন।

 

শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে দলীয় চেয়ারপারসনের এই বার্তা সকলের সামনে তুলে ধরেছেন।

 

খালেদা জিয়া প্রথমবার কারাগারে থাকার সময় বিএনপি দেশের সাধারন নির্বাচনে যোগ দিচ্ছে।

 

ফৌজদারি মামলায় দণ্ডের কারণে তিনি এবার নির্বাচনে অংশ নিচ্ছে না।

 

“তিনি বলেছেন, আগামীকাল আপনাদের সুযোগ আসবে স্বৈরশাসকদের হাত থেকে মুক্তিলাভের, দেশকে মুক্ত করার, সকল হুমকি-ধমকি ও ভয়ভীতি উপেক্ষা করে দলে দলে ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের এক একটি ভোট নিশ্চিত করতে পারে জনগণের মুক্তি ও গণতান্ত্রিক বাংলাদেশ।”   রিজভী বলেছেন।

 

“তিনি বলেছেন, আজ (শনিবার) বিকাল থেকেই পালাক্রমে ভোট কেন্দ্র পাহারা দেবেন। ফজরের নামাজ পড়েই ভোটের লাইনে দাঁড়ানোর জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি। ভোট দিয়ে কেন্দ্রের আশে-পাশে থাকবেন," উনি বলেন।

“তিনি বলেছেন, কোনো অবস্থাতেই সাদা কাগজে সই করবেন না, প্রিজাইডিং অফিসারের সই ছাড়া সই করবেন না। ফলাফল নিয়ে প্রিজাইডিং অফিসারের সাথে রিটার্নিং অফিসার বা সহকারি রিটিার্নিং অফিসারের কার্যালয়ে যাবেন," জিয়ার বার্তায় বলেছেন বলে বলেন বিএনপি নেতা।

 

আগামীকাল বাংলাদেশের মানুষ সাধারণ নির্বাচনে ভোট দেবেন।