Bangladesh

NAP,NDP break away from 20-party alliance

NAP,NDP break away from 20-party alliance

Bangladesh Live News | @banglalivenews | 16 Oct 2018, 12:05 pm
ঢাকা, অক্টোবর ১৬ঃ বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে খালেদা জিয়ার বিএনপির বিরুদ্ধে জোটের অন্য শরিক দলগুলোকে অন্ধকারে রাখার অভিযোগ এনেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি—ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি—এনডিপি ।

তবে, তারা সেখানেই থেমে থাকেনি,  ২০-দলীয় জোট থেকে বেরিয়ে গেছে এই দুই দল।

 

এই দুই দল জানিয়ে দিয়েছে যে তারা এই জোটের সাথে সম্পর্ক রাখবে না।

 

তিনটায় গুলশানের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এই বিষয়টি আজ জানানো হয়েছে।

 

ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি এই ঘোষণা করেছেন।

 

গানি বলেনঃ "১/১১-এর কুশীলব, মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নকারী যখন জাতীয় ঐক্যফ্রন্টের নামে ঐক্যবদ্ধ হচ্ছে, তখন আমরা মনে করি বিএনপি তার সকল নৈতিক অবস্থান থেকে বিচ্যুত হয়েছে।"

 

তিনি বলেন, "এই প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে ২০-দলীয় জোটের শরিক দল ন্যাপ ও এনডিপি সাংবিধানিক, নিয়মতান্ত্রিক রাজনীতির স্বার্থে আজকে এই মুহূর্ত থেকে জোটের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছে।"