Bangladesh

Nepal to to use Mangla Port soon

Nepal to to use Mangla Port soon

Bangladesh Live News | @banglalivenews | 04 Jul 2019, 07:44 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুলাই ৪ : মংলা বন্দর দিয়ে সড়ক পথে আমদানী-রপ্তানী পণ্য নেপালে আনা-নেয়ার কাজ দ্রুত শুরু হবে। বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ধন বাহাদুর ওলী এ কথা জানান। বুধবার বন্দরের সম্মেলন কক্ষে মংলা বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি বলেন, এখন থেকে পূর্ণাঙ্গভাবে মংলা বন্দর ব্যবহার শুরু করবে নেপাল। আগের তুলনায় এ বন্দর অনেক সক্ষমতা অর্জন করেছে।

রাষ্ট্রদূত বলেন, মংলা বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনতে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রয়েছে। বর্তমানে সুযোগ-সুবিধা বৃদ্ধি পাওয়ার ফলে নেপাল এ বন্দর ব্যবহারে আরো বেশি আগ্রহী হয়েছে।

 

এ সময় মংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী, নেপালী দূতাবাসের অফিস সেক্রেটারী রিয়া ছেত্রী, বন্দরের হারবার মাস্টার কমান্ডার দুরুল হুদা, পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী অফিসার মো.রাহাত মান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

মংলা বন্দর পরিদর্শন শেষে নেপালের রাষ্ট্রদূত ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনের করমজলসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণে যান।