Bangladesh

One Bangladeshi killed in BSF firing

One Bangladeshi killed in BSF firing

Bangladesh Live News | @banglalivenews | 21 Apr 2019, 09:11 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ২১ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বিশু (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত বিশু উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর তমুন্সীপাড়ার তৈমুর হোসেনের ছেলে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে জেলার মাসুদপুর সীমান্ত দিয়ে কয়েকজনের একটি দল গরু আনতে যাওয়ার সময় ভারতের সভাপুর সীমান্ত রক্ষী বাহিনী গুলি চালায়।

 

এতে বিশু নামে এক রাখাল গুরুতর আহত হয়। এ সময় বিশুর সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে এলে বাংলাদেশি ভূখ-ের আন্তর্জাতিক পিলার ১৬৮এর সাব ৪-৫ পিলার সংলগ্ন এলাকায় সে মারা যায়। এ সময় নিহতের লাশ ফেলে তার সহযোগীরা পালিয়ে যায়। সকালে স্থানীয়রা বিশুর লাশ একটি ধান ক্ষেতে পড়ে থাকতে দেখলে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।


সাজ্জাদ সরোয়ার জানান, ‘তিনি ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকার বিষয়টি শুনেছেন। তবে এর বেশি তিনি কিছু জানেন না।’


এদিকে স্থানীয় ওয়ার্ড সদস্য সমীর আলী জানান, মানিক চৌকিদারের বাড়ির পাশে একটি ধানক্ষেতে বিএসএফের গুলিতে নিহত বিশু নামে এক বাংলাদেশির লাশ পাওয়া গেছে।
ক্যা