Bangladesh

Six killed, two injured in gangwar in Bangladesh

Six killed, two injured in gangwar in Bangladesh

Bangladsh Live News | @banglalivenews | 07 Jul 2020, 02:11 am
At least six were killed and two injured in a gang war in Bandarban in Bangladesh on Tuesday, sources said.

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটে।

 

মৃতরা সকলেই বান্দরবান ইউনিটের আহ্বায়ক রতন তানচাঙ্গিয়া এবং সদস্য বিমল ক্রান্তি চাকমা, ডেভিড মারমা, পাগাতি চাকমা, দিপেন ত্রিপুরা এবং জয় ত্রিপুরাসহ জন সামহাটি সমিতি (এমএন লারমা) গ্রুপের সদস্য।

 

সূত্র জানায়, জনতা সামহাটি সমিতি (এমএন লারমা) গ্রুপের সদস্যরা রতন তানচাঙ্গের বাড়িতে একটি সভা করছিল যখন একটি প্রতিদ্বন্দ্বী দল চারদিক থেকে বাড়িতে হামলা চালায় এবং নির্বিচারে বুলেট স্প্রে করে। তাদের মধ্যে ছয়জন ঘটনাস্থলেই মারা যান এবং বিদুত চাকমা ও নিরু চাকমা নামে আরও দুই সদস্য বুলেটে আহত হন।

 

ঢাকা ট্রিবিউনের সাথে কথা বলতে গিয়ে নোয়াপাটং-৬ ইউনিয়নের সদস্য মিচি মারমা বলেন, তারা ঘটনাস্থলে ছয়টি মৃতদেহ দেখেছেন এবং গুলির লড়াইয়ে আহতদের চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ইতোমধ্যে সশস্ত্র বাহিনী এবং পুলিশের সদস্যদের নিয়ে গঠিত একটি দল এলাকা ঘিরে রেখেছে এবং মৃতদেহ উদ্ধার করছে।

 

"সংঘর্ষে অন্তত চারজন মারা গেছে। বান্দরবানের পুলিশ সুপারিনটেনডেন্ট জেরিন আখতার বলেন, "বন্দুকযুদ্ধে আহতরা বেঁচে থাকতে পারে বলে এখনো মোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করা যায়নি।