Bangladesh

Sotrm kills 7 in Nilphamari

Sotrm kills 7 in Nilphamari

Bangladesh Live News | @banglalivenews | 11 May 2018, 08:22 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মে ১১ : কালবৈশাখী ঝড়ে নীলফামারীতে কমপক্ষে সাতজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টা থেকে আধা ঘণ্টাব্যাপী এই ঝড় স্থায়ী হয়।

 

ঝড়ে  জেলার তিনটি উপজেলার বিভিন্ন গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে।

 


নিহতরা হলেন- ডোমার উপজেলার ভোগডাবুড়ি গ্রামের খোদেজা বেগম (৪০), মৌজা গোমনাতী গ্রামের আব্দুল গনি (৪০) খানপাড়া গ্রামের জমিরুল ইসলাম (১২), জলঢাকা উপজেলার পূর্ব শিমুলবাড়ি গ্রামের আশিকুর রহমান (২২), ধর্মপাল খুচিমাদা গ্রামের সুমাইয়া আক্তার (২৭) ও তার তিন মাসের শিশু কন্যা পরীমনি।


অপরদিকে, কালবৈশাখীর ঝড়ে জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ি, আমবাড়ী, গোমনাতি, বামুনিয়া, ডিমলা উপজেলার বালাপাড়া, ডিমলা সদর, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি, জলঢাকা উপজেলার ধর্মপাল, মীরগঞ্জহাট, শিমুলবাড়ীসহ বিভিন্ন ইউনিয়নের বোরো ধানের  ব্যাপক ক্ষতি হয়েছে।

 

ওই সব এলাকার বিদ্যুতের সংযোগ বিছিন্ন হয়ে যায়। এছাড়া বিভিন্ন সড়কে ভেঙে পড়া বড় বড় গাছপালা অপসারনে ফায়ার সার্ভিসের লোকজন রাতদিন কাজ করছে। স্থানীয় কৃষি বিভাগ জানায়, উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।