Bangladesh

Stress should be put on expending on education sector: President Hamid

Stress should be put on expending on education sector: President Hamid

Bangladesh Live News | @banglalivenews | 23 Oct 2018, 11:42 am
ঢাকা, অক্টোবর ২৩ঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন যে ভবিষ্যৎ চাহিদা মেটাতে মানবসম্পদ, শিক্ষা এবং দক্ষতার উন্নয়নে অধিক বিনিয়োগের ওপর গুরুত্ব দিতে হবে।

"আমাদের মানবসম্পদ, শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে অবশ্যই আরও বেশি করে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে আমাদের পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন অ্যাজেন্ডার প্রতিশ্রুতির বিষয়টির প্রতি লক্ষ রাখতে হবে," হামিদ বলেন।

 

সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় মঙ্গলবার পাঁচ দিনব্যাপী বিশ্ব বিনিয়োগ ফোরামে বিশ্বনেতাদের বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়ে হামিদ এই মন্তব্যটি করেছেন।

 

উনি বলেনঃ  "এলডিসি থেকে সুষ্ঠুভাবে উত্তরণের জন্য একটি যৌক্তিক সময় পর্যন্ত আবিষ্কারভিত্তিক ব্যবস্থা রেখে আমাদের সহায়তা করার প্রয়োজন। আমাদের শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা এবং টিআরআইপি চুক্তির ৬৬.২ ও ৬৭ ধারার আলোকে বেসরকারি এফডিআই থেকে প্রযুক্তি সহায়তা বৃদ্ধি আবশ্যক।"

 

নিজের মন্তব্যে হামিদ বাংলাদেশের শরণ নেওয়া রোহিঙ্গাদের বিষয়টিও তুলে ধরেন।