Bangladesh

Teesta river water flowing over danger mark

Teesta river water flowing over danger mark

Bangladesh Live News | @banglalivenews | 20 Sep 2019, 07:59 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, সেপ্টেম্বর ২০ : টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে।

বুধবার সকালে হাতীবান্ধা উপজেলার দোয়ানী ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৮ সেঃ মিঃ ওপর দিয়ে প্রবাহিত হয়।

এতে করে জেলার সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না, গড্ডিমারী, সিংগীমারী, ডাউয়াবাড়ি, পাটিকাপাড়া, আদিুমারী উপজেলার মহিষখোচা ও কালীগঞ্জ উপজেলার ভোটমারী, তুষভান্ডার ও কাকিনাসহ তিস্তা তীরবর্তী সাতটি ইউনিয়নের ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন কমপক্ষে ৫ হাজার পরিবার।


এছাড়াও বুুুধবার ভোর রাতে হাতীবান্ধার সিংগীমারী ইউনিয়নের ধুবনী এলাকায় কাঁচা সড়কের প্রায় ৫০ মিটার অংশ পানির তোড়ে ভেসে যাওয়ায় পশ্চিম ধুবনী, ধুবনী, পূর্ব সিন্দুনা, চর সিন্দুর্নাসহ পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।


এদিকে আর্কষ্মিক পানি বৃদ্ধি পাওয়ায় ফসলি জমি ও পুকুর জলাশয় পানিতে তলিয়ে ব্যপক ক্ষয়-ক্ষতির আশংকা রয়েছে। তবে সময়ের সাথে সাথে পানির মাত্রা কমে আসবে বলে জানিয়েছেন পাউবো কর্তৃপক্ষ।