Bangladesh

Teknaf: Shootout leaves Rohingya drug peddler dead

Teknaf: Shootout leaves Rohingya drug peddler dead

Bangladesh Live News | @banglalivenews | 18 Oct 2019, 09:49 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, অক্টোবর ১৯ : কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার ভোররাতে নাফনদীর হোয়াইক্যং মোহনায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা আবু সিদ্দিকের ছেলে নুর কামাল (১৯) ও একই ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা সুলতান আহমেদের ছেলে আবুল হাসিম (২৫)।


টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান বলেন, নাফনদী দিয়ে নৌকায় করে কয়েকজন প্রবেশের সময় তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। তখন তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে।

 

আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এসব ইয়াবা ও অস্ত্রসহ দুইজনের মৃতদেহ পাওয়া যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।