Bangladesh

Truck mows down two in Dinajpur
ট্রাকের ধাক্কায় পতচারি নিহত হওয়ার ঘটনায় জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে (ছবি : সংগৃহিত)।

Truck mows down two in Dinajpur

Bangladesh Live News | @banglalivenews | 24 Aug 2020, 12:03 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৪ আগস্ট ২০২০ : দিনাজপুর সদর ও বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- শহরের শেখপুরা বালুবাড়ি এলাকার মুদি দোকানদার মো. নঈম উদ্দিন (৬০) ও বোচাগঞ্জ উপজেলার ৬ নম্বর রনগাঁও ইউনিয়নের চনিয়া গ্রামের মৃত মহিনাথ রায়ের ছেলে গুনধর চন্দ্র রায় (৬৮)।

রোববার দুপুরে দিনাজপুর শহরের মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের সুলতানপুরের নাফানগর ঈদগাহ মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায়, জোহরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে বাইসাইকেলযোগে বাসার উদ্দেশ্যে রওনা দেন নঈম উদ্দিন। এ সময় ১০ মাইলগামী মালভর্তি একটি ট্রাক সাইকেলের পেছনে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন নঈম উদ্দিন।

 

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নঈম উদ্দিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

অপরদিকে, একই দিন দুপুর ১২টার দিকে সেতাবগঞ্জ থেকে পীরগঞ্জ মোটরসাইকেলযোগে রওনা দেন গুনধর চন্দ্র রায়। সুলতানপুরের নাফানগর ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।