Bangladesh

Truckers line up as ferry service falters in Paturia-Daulatdia Daulatdia
File Picture Traffic congestion in Daulatdia

Truckers line up as ferry service falters in Paturia-Daulatdia

Bangladesh Live News | @banglalivenews | 23 Sep 2020, 11:08 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২০ : তীব্র স্রোত ও নাব্য সংকটের কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে সিরিয়ালে আটকা পড়েছে প্রায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক।

এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে ৩টি ফেরি বিকল থাকায় বর্তমানে এ রুটে চলছে ছোট বড় ১৫টি ফেরি। এতে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় শতাধিক ও ঘাট থেকে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা রয়েছে। তবে সিরিয়ালে থাকতে হচ্ছে না যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়িকে।

জানা যায়, নদীর পানি কমতে থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পদ্মা নদীতে তীব্র স্রোত দেখা দিয়েছে। এছাড়া পাটুরিয়া ঘাট এলাকায় নাব্যতার কারণে চলছে ড্রেজিং কার্যক্রম। আবার মেরামতজনিত কারণে বন্ধ রয়েছে ৩টি ফেরি। ফলে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। নদী পারাপারে ফেরিগুলোর সময় লাগছে আগের তুলনায় দ্বিগুণ এবং কমে গেছে ফেরির ট্রিপের সংখ্যাও। যার কারণে দৌলতদিয়া প্রান্তে সিরিয়াল তৈরি হচ্ছে।