Bangladesh

War Time abandoned tank recovered

War Time abandoned tank recovered

Bangladesh Live News | @@banglalivenews | 28 Apr 2018, 06:06 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ২৮: করতোয়া নদীতে পরিত্যক্ত অবস্থায় মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি ‘ট্যাংক’-এর সন্ধান পাওয়া গেছে।

চোরাবালিতে আটকা পড়ে। স্যালোমেশিন দিয়ে বালি উত্তোলন করতে গিয়ে এর সন্ধান পান স্থানীয়রা।


জানা যায়, ১৯৭১ সালের ৪ ডিসেম্বর বিকেলে হিলি স্থলবন্দর দিয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলা হয়ে পীরগঞ্জে প্রবেশের আগে করতোয়া নদী পার হওয়ার সময় ভারতীয় মিত্রবাহিনীর ৯টি ট্যাংকের ১টি চোরা বালি ও প্রবল স্রোতে আটকে যায়।


প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ দিন পর্যন্ত ট্যাংকের স্টার্ট ছিল।

 

পানির নিচে শুধু বুদবুদ শব্দ করেছে।

 

এ সময় ভারতের সৈন্যারা লোহার রশি-সিকল দিয়ে অনেক টানাটানির পরও তুলতে পারিনি।

 

টানা ৩ দিন চেষ্টা করেও সেটি তুলতে না পেরে ট্যাংটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়।


রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবিব বলেন, স্বাধীনতার এত বছর পর ট্যাংকটির সন্ধান পাওয়া গেছে।

 

এটি শিগগিরই নদী থেকে উত্তোলন করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উদ্ধারের পর মুক্তিযুদ্ধের এই নিদর্শন সবার উন্মুক্ত থাকবে।