Bangladesh

Zia refuses to attend court

Zia refuses to attend court

Bangladesh Live News | @banglalivenews | 12 Sep 2018, 07:19 am
ঢাকা, সেপ্টেম্বর ১২ঃ বিএনপি নেত্রী খালেদা জিয়া আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে আসতে অস্বীকৃতি জানিয়েছেন।

কারা কর্তৃপক্ষ আজ ওনাকে কারাগারে উপস্থিত আদালতে আনতে পারেনি।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে আজ এই বিষয় জানিয়েছেন।

 

আজ এই মামলায় যুক্তি তর্ক উপস্থাপন করা হয়েছে। 

 

বৃহস্পতিবার পর্যন্ত এই  মামলার শুনানি মুলতুবি রাখা হয়েছে।

 

রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে এই আদালত সৃষ্টি করা হয়।

 

বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান আজ বৃহস্পতিবার পর্যন্ত এই মামলার শুনানি মুলতুবি করেছে।

 

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতে আজ শুনানির সময় বলেছেনঃ "খালেদা জিয়া কারাগারে আছেন। তিনি আদালতে না এলে আইন অনুযায়ী এ মামলার বিচারকাজ চলবে।"

 

দুদক জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করেছিল।

 

হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান এই ঘটনার অন্য আসামি।

 

আজকে এই মামলার শুনানির জন্য কারাগারের চারদিকে নিরাপত্তা বাড়ানো হয়েছিল।