Bangladesh

Zia was involved in August 15 murder crimes: Hasina

Zia was involved in August 15 murder crimes: Hasina

Bangladesh Live News | @banglalivenews | 16 Aug 2018, 11:29 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৭ আগস্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেজর জেনারেল জিয়াউর রহমান ১৫ অগাস্ট হত্যাকান্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল।

একারণে তাকে পুরস্কারস্বরূপ রাষ্ট্রপতি করা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার আগে তার ধানমন্ডির বাড়িতে জিয়াউর রহমান ও তার স্ত্রী খালেদা জিয়ার নিয়মিত যাওয়া-আসা ছিল’ উল্লেখ করে তিনি বলেন, তাদের এই যাওয়া-আসা ছিল সন্দেহজনক।


জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তৃতাকালে শেখ হাসিনা এ কথা বলেন। সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘মেজর জিয়া এবং তার স্ত্রী... আমারতো মনে হয় এমন কোনো মাস নাই, তারা আমাদের বাড়িতে না আসত। এই যে ঘনঘন আসা, এর পেছনেও কি ষড়যন্ত্র ছিল?’ ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যায় ‘সরাসরি জড়িত’ থাকার কারণেই জিয়াকে পরে রাষ্ট্রপতি করা হয়েছিল বলে তার বিশ্বাস। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরদিন বেতারে ঘোষণা দেওয়া মেজর শরিফুল হক ডালিমের (পরে লেফটেন্যান্ট কর্নেল) প্রসঙ্গেও তিনি একই কথা বলেন। হাসিনা বলেন, ‘ডালিম ২৪ ঘণ্টা আমাদের বাড়িতেই পড়ে থাকত, এমন কোনো দিন নাই আসত না।’


পঁচাত্তরের ১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের পর নানা ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় আসেন সেনা কর্মকর্তা জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে তিনি নিহত হন।


শেখ হাসিনা বলেন, ‘জিয়াউর রহমান মেজর ছিল। প্রমোশন দিয়ে বঙ্গবন্ধু তাকে মেজর জেনারেল করেছিলেন।’ তিনি বলেন, ‘জিয়া যে রাষ্ট্রপতি হল, সূত্রটা যদি খোঁজেন... জিয়া ১৫ অগাস্ট হত্যাকান্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল, আমিতো বলব, একটা এজেন্ট হিসাবেই কাজ করেছিল।’


প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে বহু জ্ঞানী-গুণী মানুষৃ সকলে খুব বাহবা দিতে শুরু করল একটা মিলিটারি ডিকটেটর নাকি বহুদলীয় গণতন্ত্র দিয়ে গেছে। মেজর থেকে তিন বছরের মধ্যে মেজর জেনারেল হল। তাকে সেনাপ্রধান করা হল, রাতারাতি রাষ্ট্রপতি হয়ে গেল। তিনি প্রশ্ন করেন, যেখানে মার্শাল ল আসে, যেখানে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করা হয়, সেখানে গণতন্ত্র কী করে থাকে?’