Bangladesh

Action will be taken if social media is used to spread misinformation about polls: EC

Action will be taken if social media is used to spread misinformation about polls: EC

Bangladesh Live News | @banglalivenews | 27 Nov 2018, 06:56 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, নভেম্বর ২৭: নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, ফেসবুক, ইউটিউব, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন নিয়ে অপপ্রচার করলে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার এ কথা জানিয়েছেন। ইভিএমে কোন কোন আসনে ভোট নেওয়া হবে, তা নির্ধারণ করতে আয়োজিত লটারি অনুষ্ঠানে ইসি সচিব এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো মনিটর করা হবে। ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), পুলিশের সাইবার ক্রাইম ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়টি মনিটরিং করবে। তারা সময়-সময় ইসিকে অবহিত করবে।


হেলালুদ্দীন আহমদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনের যেসব প্রচার হচ্ছে, সেগুলো ইসির নির্ধারিত আচরণবিধির আওতায় পড়ে না।

 

তবে নির্বাচন বানচালের মতো প্রচার চালালে দেশের বিদ্যমান আইনে ব্যবস্থা নেওয়া হবে।