Bangladesh

Beware of bringing BNP to power again: Kader

Beware of bringing BNP to power again: Kader

Bangladesh Live News | @banglalivenews | 02 Sep 2018, 12:21 pm
ঢাকা, সেপ্টেম্বর ২ঃ আগামী সাধারণ নির্বাচনের কথা মাথায় রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হিন্দু সম্প্রদায়ের মানুষদের বলেছেন যে তারা যেন বিএনপিকে ক্ষমতায় আনার বিষয় সতর্ক থাকেন।

২০০১ সালের নির্বাচনে বিএনপির জয়ের পর সাম্প্রদায়িক সন্ত্রাসের বিষয়টি ‍তুলে ধরেই এই মন্তব্যগুলি করেছেন কাদের।


শনিবার ঢাকায় জন্মাষ্টমীর এক শোভাযাত্রা উদ্বোধনের সময় এই সতর্কবার্তাগুলি দেন কাদের।

 

আপনাদের কি ২০০১ সালের কথা মনে আছে? ২০০১ সালে বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় এলে বিভীষিকা আর অন্ধকার নেমে আসে, সনাতন ধর্মাবলম্বীরা সারা বাংলায় নিপীড়িত হয়, নির্যাতিত হয়, ধর্ষিত হয়, ফাহিমা-পূর্ণিমা। এদের কথা কি আপনাদের মনে আছে? কত হিন্দু রমণীকে পৈশাচিকভাবে ধর্ষণ করেছে ওই বর্বর শক্তি। নিরীহ মানুষের উপর নির্যাতন চালিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে," মন্ত্রী বলেন।

 

কাদের বলেন আবার একবার ক্ষমতায় এলে দেশে 'ভয়াবহ রক্তাক্তের' সময় আসবে।

 

"এবার যদি সেই অপশক্তি আবার ক্ষমতায় আসতে পারে ২০০১ সালের চেয়েও ভয়াবহ রক্তাক্ত সময় আপনাদের জন্য ঘনিয়ে আসবে," উনি বলেন।

 

ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কর ইশ্যতি তুলে ধরে মন্ত্রী বলেনঃ "সতর্ক থাকবেন, সেই অপশক্তি নির্বাচনে হেরে যাবে এই ভয়ে, নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আপনাদের উপর নির্যাতন চালাবে। দুর্বল ভেবে আপনাদের উপর আঘাত দেবে। ভারতের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক বিরাজমান, সেই সুসম্পর্ক বিনষ্টের চক্রান্ত করবে।”

 

উনি হিন্দু সম্প্রদায়ের মানুষদের আওয়ামী লীগের পাশে থাকতে বলেন।

 

"আপনাদের বন্ধু, আপনাদের আপনজন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা," কাদের বলেন।

 

উনি বলেনঃ "শেখ হাসিনার নেতৃত্বে ওই অশুভ শক্তিকে পরাজিত করার শপথ আপনাদেরকে নিতে হবে।”