Entertainmentচলে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শশী কাপুর
চলে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শশী কাপুর
মুম্বাই, ডিসেম্বর ৪ঃ সোমবার নিজের ভক্তদের কাঁদিয়ে চির দিনের জন্য চলে গেলেন বলিউডের অভিনেতা শশী কাপুর।

ওনার বয়স হয়েছিল ৭৯।

 

১৯৪৮ সালে ‘আগ’ দিয়ে বলিউডের যাত্রা শুরু করেছিলেন উনি।

 

কাপুর পরিবারের দ্বিতীয় প্রজন্মের এ প্রতিভাবান অভিনেতা নিজের জীবনে বহু সুন্দর ছবি ভক্তদের উপহার দিয়েছেন।

 

ওনার বাবা ছিলেন বলিউডের বিখ্যাত অভিনেতা পৃথ্বীরাজ কাপুর।

 

শশী এর ভাই  রাজ কাপুর ও শাম্মী কাপুরও বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনয়ের দুনিয়াতে।

 

ভারতের সংবাদ মাধ্যম অনুযায়ী, চিকিৎসাধীন অবস্থায় ভারতের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনি।

 

‘ধর্মপুত্র’, ‘বেনজির’, ‘ওয়াক্ত’, ‘প্যায়ার কা মওসুম’, ‘হাসিনা মান জায়েগি’, ‘হীরা অউর পাত্থর’, ‘সিলসিলা’ মত ছবিতে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন শশী।

 

ভারত সরকারের সম্মানজনক ‘দাদা সাহেব ফালকে’ (২০১৫) ও ‘পদ্ম ভূষণ’ (২০১১) পুরস্কারে ভূষিত হয়েছিলেন শশী।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
 
Video of the day
bangla news 19 march 2018 channel 24 tv news bd latest news today bangla breaking news today
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics