Bangladeshইতালি পৌঁছালেন শেখ হাসিনা
ইতালি পৌঁছালেন শেখ হাসিনা
ঢাকা, ফেব্রুয়ারি ১২ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছে গেছেন ইতালি।

সেই দেশে জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ ও ভ্যাটিকান সফরের উদ্দেশে সফর করছেন হাসিনা।

 

স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রোমের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হাসিনা।

 

রোমের লিওনার্দো দা ভিঞ্চি-ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে উনি পৌঁছান  এমিরেটস এয়ারলাইন্সের  একটি ফ্লাইটে।

 

গতকাল সকালে  ১০টা ৫ মিনিটে ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে  যাত্রা শুরু করেছিলেন উনি।

 

বিমানবন্দরে ওনাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন  ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এবং আইএফআইডির সহ-সভাপতি ক্লডিয়া রিচার্ড।

 

আগে সরকার পক্ষ থেকে জানানো হয়েছিল  আইএফএডির প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবো ও পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে  উনি এই সফরে গেছেন।

 

প্রধানমন্ত্রীর সফর মোট চার দিনের।

 

ভ্যাটিক্যান সফরে প্রধানমন্ত্রী যাবেন ১২ ফেব্রুয়ারি।


পোপ ফ্রান্সিস ও সেক্রেটারি স্টেট অব ভ্যাটিক্যান সিটি কার্ডিনাল পিয়েত্রো পারোলিনের সাথে সেই সময় উনি বৈঠকে বসবেন।

 

গত বছর বাংলাদেশ সফরে এসেছিলেন পোপ।

 

হাসিনার আমন্ত্রনেই এই দেশে এসেছিলেন উনি।


১৬ ফেব্রুয়ারি হাসিনারদেশে ফেরার কথা আছে।
 
Video of the day
Bangla News Today 16 February 2018 Bangladesh Jamuna News Latest Bangla Tv News all bangle bd update
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics