Entertainment
শাকিবের সঙ্গে অভিনয় করতে ভয় পাচ্ছেন এভ্রিল

Bangladesh Live News | @banglalivenews | 06 Jul 2018

Evril scared of shooting with Shakib
নিজস্ব প্রতিনিধি,ঢাকা, জুলাই ৬ : শাকিব খানের বিপরীতে চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে মিস ওয়ার্ল্ড থেকে বাদ পড়া মডেল জান্নাতুল নাঈম এভ্রিলের।

বিয়ের খবর চেপে যাওয়ায় মাথা থেকে খসে গেছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট।

 

ততে সারাদেশের মানুষের সহানুভূতি ও ভালোবাসা দু’হাত ভরে কুড়িয়ে নিয়েছেন জান্নাতুল নাঈম এভ্রিল।

 

বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার এভ্রিল মেনে নেননি বাবা মায়ের দেয়া অসময়ের বিয়েটিকে।

 

ফেলে আসা সেই বিবাহিত জীবনের তথ্য গোপন করার অভিযোগেই বাদ পড়েন প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা থেকে।


তবে, পেছনে পড়ে থাকার পাত্রী নন এই মডেল ও লেডি বাইকার।

 

তিনি বলেন, আমি অতীত নিয়ে কিছু ভাবি না। কেননা অতীত থেকে আমি কিছু পাইনি। 

 

ফলে হারানোরও কিছু নেই, দু:খ পাওয়ারও কিছু নেই। আমি আমার বর্তমান ও ভবিষ্যতের দিকে তাকিয়ে। মডেলিংয়ে নাম লেখানোর আগে তার নাম াবশ্য ছিল আমেনা। বড্ড সেকেলে নাম বোধ করায় নিজেই নাম পাল্টে রাখেন এভ্রিল।


মিস ওয়ার্ল্ড থেকে মুকুট হারানোর পর বেশ কিছু মিউজিক ভিডিও ও একঘন্টার নাটকে ডাক পান এভ্রিল। কিন্তু তার টার্গেট ছিলো চলচ্চিত্র।

 

সে স্বপ্নই পূরণ হতে যাচ্ছে এভ্রিলের। আরশাদ আদনান প্রযোজিত নতুন চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।

 

তিনি বলেন, শাকিব খানের সঙ্গে একটি ছবির ব্যাপারে কথা চূড়ান্ত হয়েছে। ১৫ জুলাই’র মধ্যেই একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিস্তারিত জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান। 
Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics