Entertainmentআজ কিশোর কুমারের জন্মদিনে ওনার কথা স্মরণ করলেন লতাজি
আজ কিশোর কুমারের জন্মদিনে ওনার কথা স্মরণ করলেন লতাজি
মুম্বাই, আগস্ট ৪ঃ সবার প্রিয় গায়ক কিশোর কুমারের আজ ৮৮ তম জন্মবার্ষিকী।

ভারতের সিনেমার দুনিয়ার ষাট ও সত্তর দশকের জনপ্রিযতার শীর্ষে ছিলেন উনি।

 

তবে, বাংলাদেশেও ওনার প্রচুর ভক্ত আছেন আজও।

 

ওনার সহকর্মী লতা মুঙ্গেশকর আজকের দিনে একবার মনে করলেন কিশোর কুমারকে।

 

নিজের টুইটারে লিখলেনঃ "সবাইকে শুভেচ্ছা। কিশোর দা’র আজ জন্মদিন। তিনি যেমন ভালো গায়ক ছিলেন, তেমনই ভালো মানুষ ছিলেন। আজও ওনার কথা সব সময় খুব মনে পড়ে।”

 

১৯৪৮ সালের ‘জিদ্দি’ সিনেমার ‘ইয়ে খুন আয়া রে’ শিরোনামের এ গানটিতে প্রথমবার একসাথে দুইজনে গান গেয়েছিলেন।

 

সেই গানের লিঙ্ক টুইটারে শেয়ার করলেন লতা।

 

তারপরে বহু গান দুইজনে একসাথে গেয়েছেন।

 

Image: Lata Mangeshkar Twitter page
Video of the day
Mytv Today 19 August 2017 Bangladesh Latest News Today News Update TV News BD All Bangla
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics