Sports
জাদেজার কাছে অল রাউন্ডারের তকমাটি হারালেন সাকিব আল হাসান

08 Aug 2017

#

ঢাকা, আগস্ট ৮ঃ পৃথিবীর সেরা অল রাউন্ডারের তকমাটি হারিয়ে ফেলেছেন বাংলাদেশের খেলোয়াড় সাকিব আল হাসান।

ভারতের  রবীন্দ্র জাদেজা এখন সেই স্থান নিয়েছেন।


চলতি শ্রীলঙ্কা সফরে জাদেজার দুর্দান্ত বলিং ও ব্যাটিং ফর্মের উপরে ভর করেই এই স্থানে পৌঁছেছেন জাদেজা।

 

সাকিব এখন দ্বিতীয় স্থানে।

 

মঙ্গলবার  টেস্ট র‌্যাঙ্কিং বার করেছে আইসিসি।

 


ক্যারিয়ার সর্বোচ্চ ৪৩৮ রেটিং পয়েন্ট এখন জাদেজার নামের পাশে।

 

সাকিবের  এখন ৪৩১ রেটিং পয়েন্ট।

 

র‍্যাঙ্কিং এর তালিকায় ভারতের রবিচন্দ্রন অশ্বিন এখন তিন নম্বর স্থানে আছেন।

 

Image: Santabanta.com
Video of the day
More Sports News
Recent Photos and Videos

Web Statistics